সিলেট সদর উপজেলা থেকে তেমুখি পয়েন্ট, এবং তেমুখি থেকে শিবের বাজার, শিবের বাজার থেকে রায়ের গাঁও হয়ে দাবাদা ফিসারি
০১ নং জালালাবাদ ইউনিয়ন থেকে ১ কি.মি. পশ্চিমে অবস্থিত দাবাদা কান্দি ফিসারি। বিশাল এরিয়া নিয়ে এ ফিসারি অবস্থিত। ফিসারির চতুর পাশে খুব সুন্দর সুন্দর গালপাল, ও ফসলাদি গাঁছ আছে। এখানে প্রতি বছর দেশি বেদেশি মাছ চাষ হয়। বর্ষা কালে ফিসারির চতুর দিকে অনেক পানি থাকে। এবং নৌকা দিয়ে যাতায়াত করতে হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস